Bookmark

Tumi Bine Pran Bache Na Song Lyrics ( তুমি বিনে প্রান বাঁচে না লিরিক্স ) Samz Vai






কথা দিয়া এই আমারে
গেলা তুমি পরের ঘরে
এখন কি আর আমায় তোমার
মনে পড়ে না

ওওও
পাষাণ বন্ধুরে
তুমি বিনে প্রান বাঁচে না

বলেছিলে আমায় নিয়ে
বাঁধবে সুখের ঘর
তুমি ঠিকই ঘর বাঁধিলা
কইরা আমায় পর

এখন সময় পেলে
করো কী আর
আমায় ভাবো না

ওওও
পাষাণ বন্ধুরে
তুমি বিনে প্রান বাঁচে না

কোন সে অপরাধে
করলে তুমি এমন
তুমি আছ রঙিন সুখে
কাঁদে আমার মন

আমার লাগি বন্ধু কি আর
মায়া লাগে না

ওওও
পাষাণ বন্ধুরে
তুমি বিনে প্রান বাঁচে না





Song: Tumi Bine Pran Bache Na (তুমি বিনে প্রান বাঁচেনা)
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Music: Tanzil Hasan



#TumiBinePranBacheNa #SamzVai #TanzilHasan #TumiBinePranBacheNa #SamzVai #TanzilHasan #EagleMusic #MusicOfBengal #BangladeshiSong #BangladeshiMusic
Post a Comment

Post a Comment