Asmane Jaiona Re Bondhu Lyrics (আসমানে যাইও নারে বন্ধু) Pagol Hasan BanglaLyric9

profil-img-png
  

 

Asmane Jaio Na Bondhu Lyrics In Bangla - 


আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না

পাতালে যাইও নারে বন্ধু ছুইতে পারব না,

বুকের ভিতর রইওরে বন্ধু বুকের ভিতর রইও 

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও। 


আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না

পাতালে যাইও নারে বন্ধু ছুইতে পারব না 

আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না

পাতালে যাইও নারে বন্ধু ছুইতে পারব না।


বুকের ভিতর রইওরে বন্ধু বুকের ভিতর রইও 

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও  

তুমি বুকের ভিতর রইওরে বন্ধু বুকের ভিতর রইও 

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও। 


ও বন্ধুরে

সতী নারীর পতি যেমন পর্বতের চূড়া

অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গোরা। 


ও বন্ধুরে .... 

সতী নারীর পতি যেমন পর্বতের চূড়া

অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গোরা ।


তুমি নায়ের গলই হইয়ো রে বন্ধু 

নায়ের গলই হইয়ো 

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও  

তুমি বুকের ভিতর রইওরে বন্ধু বুকের ভিতর রইও 

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও। 


 ও বন্ধুরে

না করিয়া পাগল হাসান কুল কলঙ্কের ভয় 

প্রেম তরুণী ভাসাইলাম নামে দয়াময়। 


ও বন্ধুরে

না করিয়া পাগল হাসান কুল কলঙ্কের ভয় 

প্রেম তরুণী ভাসাইলাম নামে দয়াময়। 


তুমি দয়াময়ী হইয়ো রে বন্ধু দয়াময়ী হইয়ো 

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও  

তুমি বুকের ভিতর রইওরে বন্ধু বুকের ভিতর রইও 

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও। 


 আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না

পাতালে যাইও নারে বন্ধু ছুইতে পারব না 

আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারবো না

পাতালে যাইও নারে বন্ধু ছুইতে পারব না।


বুকের ভিতর রইওরে বন্ধু বুকের ভিতর রইও 

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও  

তুমি বুকের ভিতর রইওরে বন্ধু বুকের ভিতর রইও 

অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও। 



Asmane Jaio Na Bondhu Lyrics

Song :- Asmane Jaiona Re Bondhu 2

Singer:- Pagol Hasan

Lyric & Tune:- Pagol Hasan

Written By

Amateur Full-Stack Developers and Full-Stack UI Designer • Powered by love and coffee • Portofolio on dribbble.com/sanengineer