এ কেমন রংমিছিল
আনকোরা ইচ্ছেডানায়,
এ যেমন অন্তমিল
মুখচোরা গল্পেই মানায়।
কত কথা বলে যায়, কত প্রেম ছুঁয়ে যায়
এভাবেই স্বভাবে, থেকে যা তুই আমার
ওই নিস্পলক সীমানায়।
তুই আমার অন্তহীন ঠিকানা ইচ্ছেখামে
তুই আমার গল্পহীন কল্পনা অভিমানে।
ওই দূরে ভেসে মহাকাশ টুপ-টাপ বৃষ্টি শুনে
ওই নীলে বুঝি ডুবলো দু'চোখ তোর কথা বলে,
তুই ছুঁয়ে যাস রাগে, এই মনের গহীনে
আমি জড়িয়ে আছি তোরই ডাকনামে।
কত কথা বলে যায়, কত প্রেম ছুঁয়ে যায়
এভাবেই স্বভাবে থেকে যা তুই আমার
ওই নিস্পলক সীমানায়।
তুই আমার অন্তহীন ঠিকানা ইচ্ছেখামে
তুই আমার গল্পহীন কল্পনা অভিমানে।
Singer - Rupak Tiary
Lyricist - Jayanta Biswas
Composer - Rupak Tiary
Programming , Mix & Master - Rupak Tiary
Vocals Recorded at Rupak's Studio
Cast - Saikat Dey,Snigdha Ghosh,Mukul Kumar Jana
Post a Comment