Bookmark

Keno Aaj Eto Dure Gele Song Lyrics ( কেন আজ এত দূরে গেলে লিরিক্স ) Bangla New Song 2020





জানি তোর মন ভেঙ্গে গেছে
যত বিশ্বাস ছিল হারিয়ে গেছে,
শত অজানার ভিতর ভালোবাসা
আজ মরীচিকায় ঢেকে গেছে।

কেন আজ এত দূরে গেলে?
অভিমানে মায়ার বাঁধন ছেড়ে।
ভুলিনি আমি কিছু, সুখের স্মৃতি ঘিরে
ভালোবাসা ছিলো যে তোমায় ঘিরে।

জানিনা কার ভুল, জানিনা কে ঠিক
মিছে মায়া হয়ে সবদিক।
কখনো বুঝে দেখনি এই মন
তোমায় হারানোর ছিল যে ভয়।

কেন আজ এত দূরে গেলে?
অভিমানে মায়ার বাঁধন ছেড়ে।
ভুলিনি আমি কিছু, সুখের স্মৃতি ঘিরে
ভালোবাসা ছিলো যে তোমায় ঘিরে।

জানি তোর মন ভেঙ্গে গেছে
যত বিশ্বাস ছিল হারিয়ে গেছে ..
কেন আজ এত দূরে গেলে?
অভিমানে মায়ার বাঁধন ছেড়ে।
ভুলিনি আমি কিছু, সুখের স্মৃতি ঘিরে
ভালোবাসা ছিলো যে তোমায় ঘিরে।




Song: Keno Aaj Eto Dure Gele — কেন আজ এত দূরে গেলে
Singer: G. M. Ashraf
Lyrics: G. M. Ashraf
Tune: Subhro Raha, and G. M. Ashraf
Music: Subhro Raha — L.M.G Beats



#KenoAajEtoDureGele #GMAshraf #SubhroRaha #LMGBeats #EagleMusic #MishuSabbir #ParsaEvana #HasibKhan #BangladeshiSong #BangladeshiMusic #BouerChap #NatokerGan


Post a Comment

Post a Comment