কিছু কথা হারিয়ে গেছে
তবু আছে তোমারই আশা ।
কিছু স্মৃতি হারিয়ে গেছে
তবু আছে ভালোবাসা ।
আছো কেনো লুকিয়ে
একা আমি এ রাতে
খুঁজি তোমায় ।
জানিনা কোন কারনে
হারালাম আজ নিজেকে
তুমি কোথায় ?
এসোনা, আঁধারে আরো আবেশে
মাতাল হবো বলে
চাই শুধু তোমাকে ।
আছো কেনো লুকিয়ে
একা আমি এ রাতে
খুঁজি তোমায় ।
জানিনা কোন কারনে
হারালাম আজ নিজেকে
তুমি কোথায় ?
আদর মেখে দাও
কাছে টেন নাও ।
সকল বাধা ভুলে
আমায় ছুঁয়ে যাও ।
আছো কেনো লুকিয়ে
একা আমি এ রাতে
খুঁজি তোমায় ।
জানিনা কোন কারনে
হারালাম আজ নিজেকে
তুমি কোথায় ?
আছো কেনো লুকিয়ে
একা আমি এ রাতে
জি তোমায় ।
জানিনা কোন কারনে
হারালাম আজ নিজেকে
তুমি কোথায় ।
Producer : Habib Wahid
Song : Khuji Tomay
Singer : DJ Sonica
Tune & Lyrics : DJ Sonica
Music : Habib Wahid
#habibwahid #djsonica #sajidsarker #khujitomay
Post a Comment