Bookmark

Valobasha Mitthe Song Lyrics ( ভালোবাসা মিথ্যে ) Samz vai Official music video 2020





আমি লিখবোনা আর কোনো গল্প
আমি দেখবনা আর কোনো স্বপ্ন 
তুমি যাবে চলে হেটে হেটে বহুদূর 
যেথা থাকবে না আমারও গলার সুর  
কেউ বলবেনা ভালোবাসি তোমাকে 
কেউ করবে না আর কোন জ্বালাতন  
ওগো খুব করে চেয়েছি তোমাকে  
তাই দোষ দিলো আমাকে তোমার মন  


ভালোবাসা মিথ্যে,  আবেগটা শুন্য 
নাটকের কি প্রয়োজন  
দুটি মন একই ডোরে  
বাধা হোক না ভোরে 
সন্ধ্যাটা যার যার মতন  


ভালোবাসা মিথ্যে,আবেগটা শুন্য  
নাটকের কি প্রয়োজন 
দুটি মন একই ডোরে  
বাধা হোক না ভোরে  
সন্ধ্যাটা যার যার মতন


তুমি কার হাতে টিপ দিবে কপালে
তুমি কার মতো করে গাইবে গান   
ওগো ভুলে গেলে সব স্মৃতি নিমিষে 
সব ভেঙে দিলে করে তুমি অভিমান  
তুমি একবারও ভাবলে না আমাকে  
খুঁজে নিলে তোমার-আমার ব্যবধান  
তুমি খুব ভালো করে ওগো জানো যে 
তুমিহীনা আমি যে নিষ্প্রাণ  


ভালোবাসা মিথ্যে,  আবেগটা শুন্য  
নাটকের কি প্রয়োজন   
দুটি মন একই ডোরে  
বাধা হোক না ভোরে 
সন্ধ্যাটা যার যার মতন  


ভালোবাসা মিথ্যে,  আবেগটা শুন্য 
নাটকের কি প্রয়োজন  
দুটি মন একই ডোরে  
বাধা হোক না ভোরে
সন্ধ্যাটা যার যার মতন


আমি লিখবোনা আর কোনো গল্প
আমি দেখবনা আর কোনো স্বপ্ন 
তুমি যাবে চলে হেটে হেটে বহুদূর 
যেথা থাকবে না আমারও গলার সুর  
কেউ বলবেনা ভালোবাসি তোমাকে 
কেউ করবে না আর কোন জ্বালাতন  
ওগো খুব করে চেয়েছি তোমাকে  
তাই দোষ দিলো আমাকে তোমার মন 


ভালোবাসা মিথ্যে,  আবেগটা শুন্য  
নাটকের কি প্রয়োজন   
দুটি মন একই ডোরে  
বাধা হোক না ভোরে 
সন্ধ্যাটা যার যার মতন  


ভালোবাসা মিথ্যে,  আবেগটা শুন্য 
নাটকের কি প্রয়োজন  
দুটি মন একই ডোরে  
বাধা হোক না ভোরে
সন্ধ্যাটা যার যার মতন




Song: Valobasha Mitthe
Singer: Samz Vai
Lyric & Tune: Samz Vai
Music: Sajib Das
Cast: Tuhin Chowdhury & Elma Chowdhury
DOP - Mahmud Emon


#ValobashaMitthe #NewSong2020 #BanglaNewSong2020 #TuhinChowdhury #ElmaChowdhury #ভালবাসামিথ্যে #BanglaNewSong2020 #BanglaNewMusicVideo2020 #BanglaNewSong #SamzVaiNewSong2020 #NewSong
#BanglaNewOfficialMusicVideo2020

Post a Comment

Post a Comment