Bookmark

Tomar Churi Song Lyrics ( তোমার ছুরি ) Samz Vai Bangla New Song 2020






এ কেমন কষ্ট
না কাউকে বলা যায়
না সহ্য করা যায়
না ভুলে থাকা যায়
প্রতিটা স্মূতি শুধু

বুকের ভিতরে অনুভব করা যায়
মনে হচ্ছে বুকের ভিতরের হৃৎপিন্ডটা
কেউ টেনে ছিড়ে বের করে নিয়ে আসতেছে
আমি জানিনা মৃত্যু যন্ত্রনা কত কঠিন
আজ মনে হচ্ছে ভালবাসায় কষ্ট মৃত্যু যন্ত্রনার থেকে অনেক কঠিন

ভালবাসার কথা বইলা
আমারও বুঝি মন ভুলাইয়া
মারলা ছুরি বুকে 

তোমার ছুরি লইয়া বুকে
মরছি ধুকে ধুকে  
পরকালে চাইগো তোমায়
রোজ আসরের ভিড়ে   

কোথায় গেলো বন্ধু তোমার
রাধা হওয়ার সখ
এতদিন বুঝিলাম আমি
তুমি বড়ই ঠক
কোথায় গেলো বন্ধু তোমার
রাধা হওয়ার সখ

এতদিন বুঝিলাম আমি
তুমি বড়ই ঠক
আছো তুমি কত সুখে
অন্যজনের সনে

তোমার ছুরি লইয়া বুকে
মরছি ধুকে ধুকে  
পরকালে চাইগো তোমায়
রোজ আসরের ভিড়ে   

কাটা ঘায়ে নুনের ছিটা
দিলা বন্ধু মোরে
জিন্দা মরা মানুষ বলো
কতবার মরে

কাটা ঘায়ে নুনের ছিটা
দিলা বন্ধু মোরে
জিন্দা মরা মানুষ বলো
কতবার মরে

কেমন করে মায়া লাগাও
তুমি জনে জনে
তোমার ছুরি লইয়া বুকে
মরছি ধুকে ধুকে 
পরকালে চাইগো তোমায়
রোজ আসরের ভিড়ে   

ভালোবাসার কোনো বয়স হয় না ,
ভালোবাসা সীমাহীন , 
না আছে কোনো দূরত্ব,
ভালোবাসা অমর




Song  - Tomar Churi ( তোমার ছুরি )
Singer & Tune - Sabbir Ahmed
Arrangement - Samz Vai
Lyrics -  Johurul Islam Joni
Music - Rezwan Sheikh



#TomarChuri #SabbirAhmed #SamzVai #ShamimAfrinOmi #RakibFuhat #UniversalMultimedia #MusicOfBengal #NewSong2020


Post a Comment

Post a Comment