Bookmark

Mon Posh Manena Song Lyrics ( মন পোষ মানেনা লিরিক্স ) Tanjib Sarowar

 


ব্যথা দিয়ে যায় পাখি উড়ে দূর বনে 

কথা দেয়া তাই চেয়ে থাকি সেই নীড়ে,


সে পথে চোখ রাখা, রাত গুনে জাগা 

আর চাই না,


বুঝিয়েছি শত, এ মনটা কে কত 

তাও শোনে না,


এ মন পোষ মানে না তুই ছাড়া

এ মন পোষ মানেনা তুই ছাড়া,


মন পোষ মানে না তুই ছাড়া

এ মন পোষ মানে না তুই ছাড়া।।


এই ভেতর আমার পোড়া অনলে

কেউ বোঝেনা যাতনা আহারে,


ওই পোষা পাখিটারে বলেছি 

আমার স্বপ্ন নিয়ে যা তোর বাড়ি,


সে পথে চোখ রাখা, রাত গুনে জাগা 

আর চাই না,


বুঝিয়েছি শত, এ মনটা কে কত 

তাও শোনে না, 


এ মন পোষ মানেনা তুই ছাড়া

এ মন পোষ মানে না তুই ছাড়া,


মন পোষ মানেনা তুই ছাড়া

এ মন পোষ মানে না তুই ছাড়া




Song : Mon Posh Manena

Singer : Tanjib Sarowar

Lyric : Tanjib Sarowar

Tune  : Tanjib Sarowar

Music : Sajid Sarker



#New_Song_2020 #Mon_Posh_Manena #Tanjib_Sarowar #Sajid_Sarker #Bangla_New_Song_2020 #মন_পোষ_মানেনা

Post a Comment

Post a Comment