Bookmark

Kacha Badam Lyrics ( কাঁচা বাদাম ) Bhuban Badyakar (ভুবন বাদ্যকর)

 

Kacha Badam Lyrics ( কাঁচা বাদাম ) Bhuban Badyakar (ভুবন বাদ্যকর)



সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম যেখানে কেউ কিছু পছন্দ করলে বা অপছন্দ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আর তারই ধারাবাহিকতায় বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপছে কাঁচা বাদাম গানটি নিয়ে। যে ব্যক্তি গানটি গেয়েছেন তিনি বীরভূম জেলার ভুবন বাদ্যাকর নামে একজন ফেরিওয়ালা। গানটি মূলত বিভিন্ন বাড়ির মোবাইল ক্যাসিং বা পুরানো সিটি গোল্ড অলঙ্কারের পরিবর্তে কাঁচা বাদাম লেনদেনের বিষয়ে। 

অনেকে তাদের পণ্য বিক্রি করার জন্য বিভিন্ন উপায় বেছে নেয়। কেউ কেউ গান রচনা করে, অন্যরা তাদের বিষয়বস্তু কবিতা হিসাবে বিক্রি করার জন্য তাদের আশেপাশের লোকদের আকর্ষণ করার চেষ্টা করে। আজও গ্রামে গ্রামে এমন ফেরিওয়ালাকে দেখা যায়। সময় বদলেছে। 

তবে এসব বিক্রেতা ও শিল্পীর কদর কমেনি।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গানটি। এমনকি বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এটি দেখেছেন।তবে, যিনি এই গানটি করেছেন তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা। তার নাম ভুবন বদ্যকর। তিনি বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুরালজুড়ি গ্রামের বাসিন্দা।আগে সাইকেল চালাতেন কিন্তু এখন পুরনো মোটরবাইক কিনে বাদাম বিক্রি করতে বের হন। গ্রামের পথে কাঁচা বাদাম বিক্রি করতে গিয়ে গান গেয়েছেন।



Song Name - Kaacha Badam (কাঁচা বাদাম) viral song 

Singer - Bhuban Badyakar

Lyricist - Bhuban Badyakar 



কাঁচা বাদাম লিরিক্স -  


বাদাম আছে ভালো মাথার ছিড়া চুল

সিটি গোল্ডের চুড়ি মালা দিয়ে

মোবাইলের বডি ভাঙা দিয়ে বাদাম।


মোবাইলের বডি গুলো পাঁচ টাকা দাম

পায়ে তোড়া হাতের বালা থাকে যদি

সিটি গোল্ডের চেন, দিয়ে যাবেন

তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন।


বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম

আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম

আমার কাছে পাবে শুধু কাঁচা....বাদাম।


বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম

আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম

আমার কাছে পাবে শুধু কাঁচা.. বাদাম। 



Kacha Badam Lyrics ( কাঁচা বাদাম ) Bhuban Badyakar (ভুবন বাদ্যকর)




Kacha Badam Lyrics - 


Badam Ache Pora Mathar Chira Chul

City Golder Churi Mala Mobiler Body

Vanga Diye Badam

Mobiler Body Gula 5 Taka Dam.


Paayer Tura Haater Bala Thake Jodi

City Golder Chain Diye Jaaben

Taate Shoman Shoman Tomra Baadam Paaben.


Badam Badam A Dada Kacha Badam

Amar Kache Naiko Bubu Vaja Badam

Amar Kache Pade Sudhu Kaancha Badam.


Badam Ache Pora Mathar Chira Chul

City Golder Churi Mala Mobiler Body

Vanga Diye Badam

Mobiler Body Gula 5 Taka Dam.


Paayer Tura Haater Bala Thake Jodi

City Golder Chain Diye Jaaben

Taate Shoman Shoman Tomra Baadam Paaben.


Badam Badam A Dada Kacha Badam

Amar Kache Naiko Bubu Vaja Badam

Amar Kache Pade Sudhu Kaancha Badam.


Badam Ache Pora Mathar Chira Chul

City Golder Churi Mala Mobiler Body

Vanga Diye Badam

Mobiler Body Gula 5 Taka Dam.


Paayer Tura Haater Bala Thake Jodi

City Golder Chain Diye Jaaben

Taate Shoman Shoman Tomra Baadam Paaben.


Badam Badam A Dada Kacha Badam

Amar Kache Naiko Bubu Vaja Badam

Amar Kache Pabe Sudhu Kaancha Badam. 





Kacha Badam Lyrics (কাঁচা বাদাম) Bhuban Badyakar


আমরা খুব খুশি যে আমাদের ছোট্ট গ্রামে এমন প্রতিভা লুকিয়ে আছে। ইন্টারনেটে লাখ লাখ মানুষ তার গান শুনছেন। এতে আমরা গর্বিত। 



Post a Comment

Post a Comment