24 July 2022 Update: 31 Oct 2022 ও বিজলী চলে যেও না লিরিক্স - জেমস - O bijli chole jeyona চোখের দেখাই মনের দেখা হয়, চোখের দেখাই যদি মনে রয় ভালোবেসে তোমরা তাকে কি বলবে? কি বলবে? ও বিজলী চলে যেও না, ও বিজলী চলে যেও না সব কথা কি খুলে বলা যায়…
24 July 2022 Update: 31 Oct 2022 Jeyona chole bondhu lyrics (যেও না চলে বন্ধু আমায় একা রেখে লিরিক্স) - আইয়ুব বাচ্চু যেও না চলে বন্ধু আমায় একা রেখে যেও না চলে বন্ধু আমায় একা রেখে খানিক বাদে রঙ লাগিবে আসমানের ওই বাঁকে খানিক বাদে রঙ লাগিবে আসমানের ওই বাঁকে। সাঁজ…
24 July 2022 Update: 31 Oct 2022 নদীর বুকে চাঁদ লিরিক্স Nodir Buke Chad Lyrics- আইয়ুব বাচ্চু নদীর বুকে চাঁদ পড়েছে চাঁদ পড়েছে বন্ধুর গায় ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে বন্ধু চড়ছে আমার নায়, নদীর বুকে চাঁদ পড়েছে চাঁদ পড়েছে বন্ধুর গায়। ঢেউয়ে ঢেউয়ে নাচ উ…
23 July 2022 Update: 31 Oct 2022 Shada Shada Kala Kala Lyrics (সাদা সাদা কালা কালা) | Chanchal Chowdhury Shada Shada Kala Kala Lyrics In Bengali তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি ? বসন্ত কালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা…
23 July 2022 Update: 31 Oct 2022 Ekta Golpo Shon Lyrics (একটা গল্প শোন লিরিক্স ) Porshi | Avraal Sahir একটা গল্প শোন, দুজনের আলাপন আমি করিনি গোপন তোর কাছে কিছু একলা মনের কোন, তুই এসে স্বপ্ন বোন আমি রাখিনি তো এই মন কারো পিছু। ঢেলে দিয়ে আদর মোড়াবো, …