Bookmark

Ami Je Ke Tomar Lyrics (আমি যে কে তোমার লিরিক্স) Kishore Kumar BanglaLyric9

 

Ami Je Ke Tomar Song Lyrics In Bengali - 


আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

আমি চিরদিন তোমারই তো থাকবো

তুমি আমার আমি তোমার

এ মনে কি আছে পারো যদি খুজে নাও।


আমি তোমাকেই বুকে ধরে রাখবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।


কেন আর সরে আছো দূরে,

কাছে এসে হাত দুটো ধরো

শপথের মন কাড়া সুরে

আমায় তোমারি তুমি করো।


তোমারি স্বপ্ন দুচোখেই আমি আঁকবো

চিরদিন তোমারই তো থাকবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।


ওপারের ডাক যদি আশে

শেষ খেয়া হয় পাড়ি দিতে

মরণ তোমায় কোনদিনও

পারবেনা কভু কেড়ে নিতে।


সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো

চিরদিন তোমারইতো থাকবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।


আমি চিরদিন তোমারইতো থাকবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।


Ami Je Ke Tomar Lyrics (আমি যে কে তোমার লিরিক্স) Kishore Kumar

Post a Comment

Post a Comment