Bookmark

Sedin Bikele Lyrics (কখনো কি তুমি ভেবে দেখেছিলে) Rishi Panda BanglaLyric9

 

Sedin Bikele Lyrics- 


কখনো কি তুমি ভেবে দেখেছিলে 

যদি দেখা না হত, সেদিন বিকেলে,

সন্ধ্যে নামার আগে ব্যস্ত শহরে  

আটকে গেলে যে শুধু আমার নজরে। 


হাল্কা মেজাজে 

মনে কেন বাজে,

পুরনো পুরনো গান ?


তুমি আসবে জেনে সব আলো কে নিভিয়ে 

ভালবাসবে এসে সবাই কে লুকিয়ে, 

না থাকলে সাথে এ জীবন মরুভূমি 

আমার স্বপ্ন তুমি আর সত্যি ও তুমি।


ইঁট কাঠ পাথরের বেজান শহরে 

হাসি নিয়ে আসো আমার হাত ধরে, 

যখন আকাশ মেঘে ঢেকে আসে 

তোমার রঙে ছবি আঁকি ক্যানভাসে। 


তোমার আওয়াজে 

মন লাগে না কাজে, 

জুড়োলো জুড়োলো প্রাণ। 


তুমি আসবে জেনে সব আলো কে নিভিয়ে 

ভালবাসবে এসে সবাই কে লুকিয়ে, 

না থাকলে সাথে এ জীবন মরুভূমি 

আমার স্বপ্ন তুমি আর সত্যি ও তুমি।। 


Maybe I like it that way

Someone to wait for

When the rain will come down

Like it did before


Is that how I make you feel 

That you lost inside the crowd 

But deep down inside my heart

I'm searching if you’re around


We can make it someday someday someday

We can make some time and spend a long day

We’ll go out on a long drive stars will guide us

We’ll just dance all alone 


তুমি আসবে জেনে সব আলো কে নিভিয়ে 

ভালবাসবে এসে সবাই কে লুকিয়ে, 

না থাকলে সাথে এ জীবন মরুভূমি 

আমার স্বপ্ন তুমি আর সত্যি ও তুমি।



Sedin Bikele Song Details

Song Ansme : Sedin Bikele

Singer, Lyrics, Mix And Master : Rishi Panda

Bass : Himadri Shil

Director : Banibrata Adok And Nabin Roy Choudhury

Post a Comment

Post a Comment