Utshorgo Lyrics (আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙ্গে লিরিক্স) Tasnif Zaman BanglaLyric9

profil-img-png
  

 

Utshorgo Song Lyrics In Bengali - 


আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙ্গে

তাকে কৃতজ্ঞতা জানাই,

সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো

যার বিশালতার মাঝে আমি একটুকু পাই নি ঠাঁই।


তাকে কৃতজ্ঞতা জানাই,

সে যে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়।

আমার সব অপূর্ণতাই যেন হয়

আমার শূন্য পথের প্রতি শ্রেয়তম আশীর্বাদ।


যখন স্বর্গদ্বারে একা দাঁড়াবো তার অপেক্ষায়

যেন আমার অভ্যর্থনা তাকে করে, অনুতপ্ত,

জানি, তখনও সে আমার হবে না তবুও

এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত।


আজ কোনো অনুভূতির

গভীরে যেতে চাই না আর কখনো,

যেখানে নিঃশব্দ কান্নায় স্বরচিত হয় একান্ত শোক।

যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি।


নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর, আর,

যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ কান্না দেয় এক

নির্ভুল সুরের জন্ম।

তাকে আমার কাব্যে মেশাই।


যেন হয় এক বিশুদ্ধ গান,

আমার এই গানই আজ উৎসর্গ হোক

তার প্রতি আমার তীব্র ঘৃণা।


তবু স্বর্গদ্বারে একা থাকব তার অপেক্ষায়

যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত,

জানি তখনও কিছুই আমার হবে না তবুও

এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিপূর্ণ।



উৎসর্গ লিরিক্স - তাসনিফ জামান


Amar sobtuku bishwash 

je diyeche venge

Taake kritogotta janai


Se diyeche amar ondho chokhe aalo

Jaar bishalotar majhe ami

Ektuku paini thai

Take kritogotta janai


Se je diyeche amar 

Mohashunne ashroy

Amar sob opurnotai jeno hoy

Amar shunno pother proti 


Shreyotomo ashirbad

Jokhon sorgodware eka 

Darabo tar opekkhay

Jeno amar obhorthona 


Take kore anutapto

Jani tokhono se amar hobe na tobuo

E opraptitai jeno amay kore poritripto.


Utshorgo Lyrics by Tasnif Zaman

Song : Utshorgo

Vocal & Lyrics : Tasnif Zaman

Composed by : Sajid Sarkar

Written By

Amateur Full-Stack Developers and Full-Stack UI Designer • Powered by love and coffee • Portofolio on dribbble.com/sanengineer