Aula Jhaula Lage Lyrics In Bengali -
সাদা টা রে, কালা দেখি
সোজা টা রে, বাঁকা রে
বন্ধু আমার রসিক নরম
ভীষণ ঝাকানাকা রে।
ফুলের ওপর রোদ পড়িলে,
শিশির কোথায় ভাগে,
তার পিরিতে পইড়া আমার
আউলা ঝাউলা লাগে।
ফুলের ওপর রোদ পড়িলে,
শিশির কোথায় ভাগে,
তার পিরিতে পইড়া আমার
আউলা ঝাউলা লাগে।
শুকনা মাটি পানের আশায়
খরায় ছটফট করে
তার বিহনে, প্রেম কাহনে
মনটা ছটপট মরে।
সরল জীবন কঠিন হইলো
উল্টা পাল্টা লাগে
ফুলের ওপর রোদ পড়িলে,
শিশির কোথায় ভাগে।
তার পিরিতে পইড়া আমার
আউলা ঝাউলা লাগে।
ফুলের ওপর রোদ পড়িলে,
শিশির কোথায় ভাগে,
তার পিরিতে পইড়া আমার
আউলা ঝাউলা লাগে।
উজান ভাটি, মনের ভিতর
মনটা লটপট করে
আন্ধারে সে এই পরানে
দরজায় খটখট করে।
রঙের জীবন বেরং হইলো,
দুঃখ দুঃখ লাগে,
ফুলের ওপর রোদ পড়িলে,
শিশির কোথায় ভাগে,
তার পিরিতে পইড়া আমার
আউলা ঝাউলা লাগে।
সাদা টা রে, কালা দেখি
সোজা টা রে, বাঁকা রে
বন্ধু আমার রসিক নরম
ভীষণ ঝাকানাকা রে।
ফুলের ওপর রোদ পড়িলে,
শিশির কোথায় ভাগে,
তার পিরিতে পইড়া আমার
আউলা ঝাউলা লাগে।
ফুলের ওপর রোদ পড়িলে,
শিশির কোথায় ভাগে,
তার পিরিতে পইড়া আমার
আউলা ঝাউলা লাগে।
Aula Jhaula Lage Song Lyrics (n English -
Sada ta re kala dekhi
Soja ta re baka re
Bandhu amar roshik narom
Bhison jhakanaka re.
Fuler opor rod porile
Sishir kothay bhage
Tar pirite poira amar
Aaula jhaula laage.
Shukna mati paner ashay
Khoray chotfot kore
Tar bihone, prem kahone
Monta chhotphot morey.
Sorol jeebon kothin hoilo
Ulta palta laage
Phuler opor rod porle
Sisir kothay vage
Tar peerite poira amar
Aula jhaula lage.
Ujan vati moner vitor
Monta lotpot kore
Andhare se ei porane
Dorjay khotkhot kore.
Ronger jeebon berong hoilo
Dukho dukho laage
Fuler opor rowd porile
Shishir kothay bhagey
Taar piritey poira amar
Aaula jhaaula laage.
Aula Jhaula | আউলা-ঝাউলা | Dighi | Shouquat Ali Imon feat Labony Shahriar
Director: Uzzal Rahman
Singer: labony Shahriar
Lyric: A Mizan
Music & Tune: Shouquat Ali Imon
Edit & Color: Rafiqul Islam Rafi
Post a Comment