যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে
আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে,
তোমার ঘরের পুতুল তখন
চুপ অভিমানে ঘরে ফিরে যায়।
ভাঙ্গা মনে তাইতো রাত আমায় বলে
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে,
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না এই রাতে।
ও চাঁদ, বলোনা সে লুকিয়ে আছে কোথায়?
সে কি খুব কাছের তারাটা তোমার
সে কি করেছে অভিমান আবার,
হঠাৎ সে চলে গেছে শূন্যতা
যেনো এ ঘরে,
তাই তো রাত আমায় বলে ..
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে,
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না রাতে
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে,
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না এই রাতে।
Directed by: AK Parag & Vasker Joni
Music, Tune & Singer: Pritom Hasan
Lyrics : Rakib Hasan Rahul; Pritom Hasan
Artists : Father: Shafiul Alam Babu; Mother: Reshma Reshmee; Shifa: Tasmia
#Bhenge_Porona_Ebhabe
#Pritom_Hasan
#Gaanchill_Music
Post a Comment