জানিনা কেনো তোকে এতো ভালো লাগে
হোতোনা এমন তো আগে
ঈশারায় বুঝে নে যা বলার আছে
পারবোনা বলে বোঝাতে
হতে পারি তোর চোখের ওই কাজল
হতে পারি তোর শাড়ীর ওই আঁচল
যেখানে শুধু থাকবো তুই আর আমি
সঙ্গে চল
কোন দেশে পা ফেলি
কোন পাড়া কোন গলি
কোন ঠিকানা থেকে তুই এলি
ঈচ্ছে করে খুব দূরে দুজনে
মেঘ হয়ে ভেসে যাই
সীমাহীন শহরের গভীরে
তোর সাথে হারিয়ে যাই
শুধু তোরই নাামে
এ সময় থামে
আমি স্বপ্ন ফেরি করে যাই
আজ হাওয়ারা চুপ করে ঈশারায়
তোর কথা বলে যাই
মাতাল আমায় করে যায় ববারেবার
তোর চোখের নেশা হায়
যদি রাজি থাকিস
তুই আমাকে ডাকিস
আমি একলা রাতে তোকে চাই
Song - Janina Keno
Singer - Keshab Dey
Tune - KD
Lyrics - Badal
Music - Keshab Dey
#Keshabdey #BengaliRomanticsong
Post a Comment