24 September 2020 Update: 31 Oct 2022 Janina Keno Song Lyrics ( জানিনা কেন ) Keshab Dey Bengali Romantic Love Song জানিনা কেনো তোকে এতো ভালো লাগে হোতোনা এমন তো আগে ঈশারায় বুঝে নে যা বলার আছে পারবোনা বলে বোঝাতে হতে পারি তোর চোখের ওই কাজল হতে পারি তোর শাড়ীর ওই আঁ…
24 September 2020 Update: 31 Oct 2022 Icche Khame Song Lyrics ( ইচ্ছে খামে লিরিক্স ) Rupak Tiary New Bengali Song এ কেমন রংমিছিল আনকোরা ইচ্ছেডানায়, এ যেমন অন্তমিল মুখচোরা গল্পেই মানায়। কত কথা বলে যায়, কত প্রেম ছুঁয়ে যায় এভাবেই স্বভাবে, থেকে যা তুই আমার ওই নিস…
19 September 2020 Update: 31 Oct 2022 Amar Deher Vetore Song Lyrics ( আমার দেহের ভেতরে ) Ankur Mahamud Feat Moyuri New Song 2020 আমার দেহের ভেতরে আমার মনেরই ঘরে আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে আমার দেহের ভেতরে আমার মনেরই ঘরে আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে আমি তোর ইশা…
19 September 2020 Update: 31 Oct 2022 Rajkonna Song Lyrics ( রাজকন্যা লিরিক্স ) Raz Dee Safa Kabir Tamim Mridha লাল পাড়, হলুদ শাড়ি পরে মেয়েটি লাগছে ভারি চমৎকার, বাসের সিট তাকে ছেড়ে দিয়ে বেহালা থেকে রাসবিহারী, আহা চমৎকার। প্রথম দেখাতে প্রেমে আজ পড়তে শি…
18 September 2020 Update: 31 Oct 2022 Jodi Kokhono Song Lyrics ( যদি কখনো ) Samz Vai DJ Alvee Bangla New Song 2020 যারে দেখিলে এ মন যায় ভরে সে কী করে লুকিয়ে থাকে গো দূরে আমার বুক চাপা কান্না সে তো আর দেখে না মায়া কী সে বুঝবে কী করে যদি আমি বিনে তোমার মনে সুখ …
16 September 2020 Update: 31 Oct 2022 Biroho Agun Song Lyrics ( বিরহ আগুন লিরিক্স ) Arman Alif BANGLA NEW SONG 2020 একটু একটু করে রাত্রি বাড়ে আঁধারেও দেখা যায় সব, আঁধারের আয়নাতে সারারাত চলে তোর স্মৃতি উচ্ছল। স্মৃতিরা পুড়ায়, আগুন জ্বালায় বিরহ আগুনে করি নিশি …
15 September 2020 Update: 31 Oct 2022 Khuji Tomay Song Lyrics ( খুঁজি তোমায় ) Habib Wahid feat DJ Sonica কিছু কথা হারিয়ে গেছে তবু আছে তোমারই আশা । কিছু স্মৃতি হারিয়ে গেছে তবু আছে ভালোবাসা । আছো কেনো লুকিয়ে একা আমি এ রাতে খুঁজি তোমায় । জানিনা কোন কারনে …
14 September 2020 Update: 31 Oct 2022 Cholo Na Harai Song Lyrics ( চলনা হারাই ) Natok Premikar Biye Prottoy Khan চলনা আজ হারাই এক আকাশে দুজনায় । প্রেম সাগরে ঢেউ হয়ে ভাসি দুজন মোহনায় । চলনা আজ হারাই এক আকাশে দুজনায় । প্রেম সাগরে ঢেউ হয়ে ভাসি দুজন মোহনায় । আছো তুম…
12 September 2020 Update: 31 Oct 2022 Keno Aaj Eto Dure Gele Song Lyrics ( কেন আজ এত দূরে গেলে লিরিক্স ) Bangla New Song 2020 জানি তোর মন ভেঙ্গে গেছে যত বিশ্বাস ছিল হারিয়ে গেছে, শত অজানার ভিতর ভালোবাসা আজ মরীচিকায় ঢেকে গেছে। কেন আজ এত দূরে গেলে? অভিমানে মায়ার বাঁধন ছেড়ে। ভুল…
10 September 2020 Update: 31 Oct 2022 Bhenge Porona Ebhabe Song Lyrics ( ভেঙ্গে পড়োনা এভাবে লিরিক্স ) Pritom Hasan New Bangla Song 2020 যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে, তোমার ঘরের পুতুল তখন চুপ অভিমানে ঘরে ফিরে যায়। ভাঙ্গা মনে তাইতো রাত আমায় বলে তুমি ভেঙ্গে …
10 September 2020 Update: 31 Oct 2022 Tomar Churi Song Lyrics ( তোমার ছুরি ) Samz Vai Bangla New Song 2020 এ কেমন কষ্ট না কাউকে বলা যায় না সহ্য করা যায় না ভুলে থাকা যায় প্রতিটা স্মূতি শুধু বুকের ভিতরে অনুভব করা যায় মনে হচ্ছে বুকের ভিতরের হৃৎপিন্ডটা কেউ ট…
5 September 2020 Update: 31 Oct 2022 Valobasha Mitthe Song Lyrics ( ভালোবাসা মিথ্যে ) Samz vai Official music video 2020 আমি লিখবোনা আর কোনো গল্প আমি দেখবনা আর কোনো স্বপ্ন তুমি যাবে চলে হেটে হেটে বহুদূর যেথা থাকবে না আমারও গলার সুর কেউ বলবেনা ভালোবাসি তোমাকে কেউ …
5 September 2020 Update: 31 Oct 2022 Chute Parina Tomay Song Lyrics ( ছুঁতে পারিনা তোমায় লিরিক্স ) Dear Ex Natok Song Musfiq R Farhan ভুল গুলো সব বুঝেছি পরে তুমি নেই বলে কাঁদি অঝোরে, ভুল গুলো সব বুঝেছি পরে তুমি নেই বলে কাঁদি অঝোরে, এত কাছে থেকে কেন এত দূরে? দূরত্ব বেশি না দেখি তবু …